Earning Help Tutorial

এই প্লাগিনটির নাম লাইক টু ডাউনলোড এর মাধ্যমে আপনি আপনার ব্লগারের কোন ডাউনলোড পোস্ট এর মাধ্যমে আপনার ফেসবুক ফ্যান বাড়াতে পারবেন অর্থাৎ আপনি যদি কোন ভাল কিছু নিয়ে পোস্ট করেন যা ভিজিটর ডাউনলোড করবে তখন এই প্লাগিন নিয়ে পোস্ট করলে ফেসবুক পেজে লাইক না দিলে ডাউনলোড লিংক দিবে না আর লাইক দিলেই ডাউনলোড দিবে একটি বাটনের সাথে। নিচে লাইক বাটনে প্রেস করে এর লাইভ ডেমো দেখে নিন। আশা করি অনেক ভাল লাগবে।যদি ডাউনলোড লিংক না দেয় তাহলে আনলাইক করে আবার লাইক করুন।



*** এই প্লাগিন এ কি কি আছে বা কি কি পাওয়া যাবেঃ

· প্রথমত এসইও হয় যা দ্বারা ফেসবুক ফ্যান পাওয়া যায়।

· ফেসবুক ফ্যান পেজের মার্কেটিং হয় সহজেই।

· সহজেই ব্যবহার করা যায়।

· দেখতে চমৎকার

দেখি কিভাবে এই প্লাগিনটি ব্লাগারে ব্যবহার করা যায়। এটি ব্যবহারের জন্য নিচের নির্দেশনা অনুযায়ী কাজ করুন।

*** এই প্লাগিনটি ব্যবহারের জন্য আপনাকে তেমন কোন কোড এর কাজ করতে হবে না। এর কোডটি শুধু পোস্টে ব্যবহার করে কাজ করতে হবে।

নিচে দেখে নিনঃ

· সর্বপ্রথম আপনার ব্লগারে প্রবেশ করুন ও

· যেই পোস্টে এই প্লাগিনটি ব্যবহার করবেন সেই পোস্ট এর ব্যবহার করুন।

· যেখান ডাউনলোড লিংক দিবেন সেখানে আপনি এই কোডটি ব্যবহার করবেন।

· পোস্ট এর HTML এ ক্লিক করে নিচের কোডগুলো ব্যবহার করুন।



Powered by Rustom


কোডটি কাস্টোমাইজ করে নিন

o ফেসবুক লিংক পরিবর্তন করে নিন [এই কোডটি পরিবর্তন করে নিনঃ https://www.facebook.com/howtoearnsmoney

o http://earnsmoneybd.blogspot.com এর পরিবর্তে আপনার ডাউনলোড লিংক দিন।

o পরিবর্তন করার জন্য width:520px [520px পরিবর্তন করে নিন।]

o পরিবর্তন করার জন্য height:163.5px [163.5px পরিবর্তন করে নিন।]


তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

ভাল লাগলে অবশ্যই জানাবেন………


Rustom Ali at 1:51 PM No comments:
Share

ব্লগের জন্য ফেইসবুকের চমৎকার LIKE BOX
“ব্লগে যুক্ত করার জন্য ফেইসবুকের চমৎকার একটি LIKE BOX প্লাগইন।” খুব সহজেই আপনি আপনার ব্লগে মাত্র দুটি ধাপে এই প্লগইনটি যুক্ত করার মাধ্যমে আপনার ব্লগের ভিজিটরদেকে আপনার ফেইসবুক পেইজের সাথে যুক্ত করে নিতে পারেন। প্রথমেই আপনাকে আপনার ব্লগের LAYOUT নিয়ে কাজ করতে হবে।



১. আপনার ব্লগের LAYOUT এ যান।

২. Add a Gadget এ ক্লিক করুন।

৩. HTML/JavaScript নির্বাচন করুন।

৪. নিম্নোক্ত CODE টিকে COPY করে বসিয়ে দিন।


-->


১. CTRL + F বাটন একত্রে চাপ দিয়ে Search Box থেকে Frustom খুঁজে বের করুণ।

২. এখন F টিকে না সরিয়ে rustom এ স্থলে আপনার ফেইসবুক পেইজের UserName বসিয়ে দিন। (শুধু মাত্র Username দিতে হবে। সম্পূর্ণ URL বসানোর দরকার নেই। যেমন: https://www.facebook.com/downloadbuzz এর শুধু downloadbuzz বসালেই হবে।
৩. কোন SPACE ব্যাবহার করবেন না। অথবা CODE থেকে কোন SPACE DELETE কারতে যাবেন না। ৪. SAVE করে বের হয়ে আসুন। এবং আপনার ব্লগ Reload দিন।



তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন………
Rustom Ali at 1:21 PM No comments:
Share

Friday, September 6, 2013
ড্রাইভ হাইড করুন খুব সহজে, কোন সফটওয়্যার ছাড়া
আশা করি আপনারা ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় ভাল আছি শিরোনামে যা দেখতেছেন এই বিষয় নিয়ে আমি এর আগে আরও একটি পোস্ট করেছিলাম, কারো মনে আছে কি না জানিনা? তবে ওটা ছিল সফটওয়্যারের সাহায্যে কিন্তু আজ দেখাবো কিভাবে সফটওয়্যার বিহীন এই কাজটি করা যায়।তার জন্য প্রথমে my computer এর উপর রাইট ক্লিক করুন, তারপর manage এ ক্লিক করুন, নিচের মত দেখবেন....





এবার আপনি disk management এ ক্লিক করুন, নিচের মত দেখবেন.......



এখানে আপনি আপনার সবগুলো ড্রাইভ দেখতেছেন এবার আপনি যে ড্রাইভটি হাইড করতে চান তার উপর রাইট ক্লিক করে change drive letter and paths... এ ক্লিক করুন, উপরের ছবিটিতে যেভাবে দেখতেছেন
তার পর নিচের মত দেখবেন...........




এখন আপনি remove এ ক্লিক করুন, একটি উইন্ডো আসবে, আপনি yes এ ক্লিক করুন
এবার my computer এ ডুকে দেখুন আপনার ড্রাইভটি খুজে পান কি না ???????
যদি দেখেন এখনও হাইড হয়নাই তাহলে আপনার পিসিটি একবার রিস্টার্ট করুন, দেখবেন ড্রাইভটি হাইড হয়ে গেছে আবার যদি ড্রাইভটি ফিরিয়ে আনতে চান তাহলে শুধু remove এর জায়গায় add বাটনে ক্লিক করুন, বাকি সবগুলো নিয়ম আগের মতই। নিচের ছবিটা দেখুন তাহলে বুঝতে পারবেন............




আশা করি বুঝে ফেলেছেন ও হ্যাঁ ! আপনি add এ ক্লিক করার পরে একটি উইন্ডো আসবে, আপনি ok করুন ব্যাস কাজ শেষ যদি দেখেন কাজ হয়নাই... তাহলে সেই একই ওষুধ!! কম্পিউটার রিস্টার্ট.................


তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, আল্লাহ হাফেজ
ভাল লাগলে অবশ্যই কমেন্টস করবেন

earns money at 7:22 AM No comments:
Share

অনলাইনে কাজ পেতে হলে করণীয় $$$
ইচ্ছা, ধৈর্য আর পরিশ্রম করলে অনলাইনে অভিজ্ঞতা ছাড়া ঘরে বসেই আয় করা সম্ভব এ বিষয়ে যারা নতুন ও আগ্রহী, তাঁদের জন্য অনলাইনে আয় বিষয়ক এই পরামর্শ দিয়েছেন ইল্যান্সের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান নতুন অবস্থায় একজন ফ্রিল্যান্সারের মার্কেটপ্লেস সম্পর্কে ধারণা একেবারে না থাকতে পারে তবে সঠিকভাবে কাজ করার ক্ষেত্রে এ সম্পর্কে পূর্ণ ধারণা থাকা প্রয়োজন বেশির ভাগ ফ্রিল্যান্সারই এ ধারণা পাওয়ার জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের গ্রুপে প্রশ্ন করে থাকেন


অথচ, প্রতিটি অনলাইন মার্কেটপ্লেসে তাঁদের হেল্প সেন্টার থাকে, যেখানে অনেক সঠিক তথ্য পাওয়া যায় একজন ফ্রিল্যান্সারের নিয়মিত এই পোস্টগুলো দেখা উচিত ভালোভাবে জানার পরেই মার্কেটপ্লেসে কাজের জন্য বিড করা বা কাজ করা উচিত

বিশ্বাসযোগ্যতা অর্জন করা :

আমরা যেমন একটি কম্পিউটার কিনতে গেলে শুধু একটি কম্পিউটারের কেসিং বা বক্স কিনি না, এর সঙ্গে প্রয়োজনীয় যন্ত্রাংশও কিনি তেমনি, যখন কোন ক্লায়েন্ট একজন ফ্রিল্যান্সারকে কাজে নিয়োগ দেন তাঁর কাছ থেকে কাজের ক্ষেত্রে পরিপূর্ণ ও দক্ষ পেশাদারিত্বই আশা করেন এক্ষেত্রে একটি প্রোফাইল তৈরি করাই যথেষ্ট নয়, একজন ফ্রিল্যান্সারকে অবশ্যই প্রমাণ করতে হবে কাজটি করার জন্য তাঁর কি যোগ্যতা আছে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে এবং যোগ্যতা প্রমাণ করতে একজন ফ্রিল্যান্সার দুটি কাজ করতে পারেন.

দক্ষতার পরীক্ষা :

একজন ফ্রিল্যান্সারের স্কিল টেস্টের মাধ্যমে তিনি কি কাজ করতে পারেন সে সম্পর্কে জানতে পারেন ফ্রিল্যান্সার সাইটগুলোতে ফ্রিল্যান্সারদের জন্য স্কিল টেস্টের ব্যবস্থা আছে, যেখান থেকে স্কিল টেস্ট দিয়ে আপনার দক্ষতা যাচাই করা খুবই সহজ এই টেস্টগুলো বিনামূল্যে দেওয়া যায় এবং কেউ যদি টেস্টে খারাপ করেন তাহলে ফলটি লুকিয়ে রাখতেও পারবেন এবং আবার ১৪ দিন পরে পরীক্ষা দিতে পারবেন যদি ফ্রিল্যান্সার তাঁর প্রোফাইলে ভালো স্কোর দেখাতে পারেন, তাহলে কাজ পাওয়ার ক্ষেত্রে নিশ্চয়তা অনেকাংশে বেড়ে যায়

পোর্টফোলিও তৈরি :

স্কিল টেস্ট প্রমাণ করে বৈষয়িক জ্ঞান, আর পোর্টফোলিও প্রমাণ করে একজন ফ্রিল্যান্সারের দক্ষতা এবং হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা একজন নতুন ফ্রিল্যান্সার এর উচিত যত বেশি পোর্টফোলিও সংযোগ করা ওয়েব ডেভেলপার তাঁর ডেভেলপ করা সাইটের স্ক্রিন-শট নিয়ে আপলোড করতে পারেন, এবং গ্রাফিকস ডিজাইনার তাঁর ডিজাইন তৈরি করে প্রোফাইলে যুক্ত করে দেখাতে পারেন বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের কাজগুলো সংযুক্ত করতে পারেন স্কিল হিসেবে সার্ভিস হোল্ডাররা তাদের সার্টিফিকেট দিয়ে দিতে পারেন অভিজ্ঞতা হিসেবে সর্বোপরি কোন প্রোফাইলের পোর্টফোলিও একজন ফ্রিল্যান্সার যে বিষয়ে দক্ষ সে বিষয়ে তার পরিপূর্ণ দক্ষতা আছে সেটা প্রমাণ করে

নিজের প্রচারণা চালানো :

নিজের ঢোল নিজে পেটানো কথাটি খারাপ শোনালেও একজন ফ্রিল্যান্সারের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ আপনাকে যেহেতু আঞ্চলিক ও আন্তর্জাতিক মার্কেটে কাজ করতে হবে তাই আপনার পরিচিতি থাকা আবশ্যক ফ্রিল্যান্সিং সেক্টরে নিজের অবস্থান তৈরি করতে আপনার ত্রুটিমুক্ত প্রোফাইল এর পাশাপাশি নিজেকে বিভিন্নভাবে তুলে ধরতে হবে তাই সম্ভব হলে নিজের একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা ভালো এছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটের প্রোফাইল ও পেজের মাধ্যমে আপনার এবং আপনার বিভিন্ন সেবা তুলে ধরতে পারেন অবশ্যই প্রফেশনাল ছবি ও তথ্য শেয়ার করা উচিত সামাজিক যোগাযোগ সাইটে আপনার পার্সোনালটি নষ্ট হয় এমন কোন কিছু করা উচিত নয় অন্যান্য ফ্রিল্যান্সারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ প্রয়োজন এতে তাদের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে

আশা করি সবার উপকারে আসবে লেখাটি তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ ভাল লাগলে অবশ্যই জানাবেন..........


Source : টেকটিউনস

earns money at 5:43 AM No comments:
Share

আপনার ব্লগ /ওয়েবসাইট এর রাঙ্ক বাড়ান backlink এর মাধ্যমে
সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজ আপনাদের জন্য ভিন্ন এক টিউন নিয়ে এসেছি ওয়েব সাইট বানিয়ে বসে রয়েছেন ভিজিটর নাই ইনকাম ও নাই শুধু শুধু চিন্তা করেন যে টাকা খরচ করে সাইট বানিয়েছি অথছ কোন ভিজিটরও নাই ইনকাম নাই আবার অনেকে কস্ট করে ব্লগ সাইট বানিয়েও ভিজিটর পাচ্ছেন না যাই হোক আমার মনে হয় কয়েকটি নিয়ম মেনে সাইটে কাজ করলে এমনিতে ভিজিটর পাবেন আর তখনি ইনকাম ও শুরু হবে আমার মনে হয় এই কয়েকটি টিপস আপনাদের কাজে ও লাগতে পারে আপনার ব্লগ/ ওয়েবসাইট এর রাঙ্ক বাড়ান backlink এর মাধ্যমে এখানে কিছু টপ রাঙ্কিন Directories submission সাইট এর লিস্ট দেওয়া হল আশা করি আপনাদের কাজে লাগবে


।Directory Url
http://www.zdirectory.net
http://www.yoganza.com
http://www.xeytin-web.com
http://www.wkool.com
http://www.whatissubmission.com
http://www.whatisseolinkbuilding.com
http://www.whatisdirectorylisting.com
http://www.weburlsearch.com
http://www.websitedirectoryfree.com
http://www.website-services.biz
http://www.webdirectorieslist.com
http://www.webdirectoriesfree.com
http://www.vizem.net
http://www.virtualwebdirectories.com
http://www.videosubmiturl.com
http://www.urlsubmition.com
http://www.urlsseo.com
http://www.urlforwebsite.com
http://www.unisystemdirekt.com
http://www.umoz.org
http://www.uklinkbuilding.com
http://www.ukdirectorieslist.co.uk
http://www.twitteraddurl.com
http://www.trinadvertising.com
http://www.tremblemag.com
http://www.traveldirectoryaddurl.com
http://www.theukwebdirectory.com
http://www.the-web-directory.co.uk
http://www.tele-script.com
http://www.submityoururlto.com
http://www.submiturltodirectories.com
http://www.submiturlsearchengine.com
http://www.submiturllink.com
http://www.submittowebdirectory.com
http://www.submitsitetodirectories.com
http://www.submitnewurl.com
http://www.submitforyou.com
http://www.submitdirectorylink.com
http://www.submitawebpage.com
http://www.submit-url.org
http://www.submissionwebdirectories.com
http://www.submissionofurl.com
http://www.ss6.net
http://www.sitesubmit2.com
http://www.sitedir.net
http://www.sf-tech.com
http://www.seowebdirectories.com
http://www.seosubmits.com
http://www.seobookkeywordtool.com
http://www.seoandsubmission.com
http://www.searchenginestosubmit.com
http://www.rediscoverlinks.com
http://www.productsaddurl.com
http://www.pixelsocial.com
http://www.optimizationlinkbuilding.com
http://www.openwebdirectories.com
http://www.onlinewebsubmit.com
http://www.onemilliondirectory.com
http://www.mytopsearch.com
http://www.mdwerks.com
http://www.mccregion6.net
http://www.marketinginternetdirectory.com
http://www.lntski.com
http://www.littlewebdirectory.com/
http://www.linkrabbit.info
http://www.linkpedia.net
http://www.linkeurope.info
http://www.linkdevils.com
http://www.linkchest.info
http://www.linkbuildingwith.com
http://www.lifetimelinks.com
http://www.lawaddurl.com
http://www.kiwidir.com
http://www.kingoftheweb.net/directory/
http://www.keywordaddurl.com
http://www.kent65.com
http://www.jqueryadd.com
http://www.joinloft.com
http://www.iwebseotool.com
http://www.internetedirectory.com
http://www.imperialwebdirectory.com
http://www.iframeseo.com
http://www.howtowriteseo.com
http://www.howtouseseo.com
http://www.howtosubmiturl.com
http://www.howtodirectorysubmission.com
http://www.homeadditon.com
http://www.hitwebdirectory.com
http://www.guestbookaddurl.com
http://www.galyeannursery.com
http://www.freewebsiteurl.com
http://www.freewebsitesites.com
http://www.freewebdirectory411.com
http://www.freeurlwebsite.com
http://www.freeukbusinessdirectory.com
http://www.freesubmiturldirectory.com
http://www.freesubmitsearchengines.com
http://www.freesubmitasite.com
http://www.freesubmissionsearchengine.com
http://www.freeseowebdirectories.com

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন ..................................


Source:টেকটিউনস

earns money at 5:17 AM 1 comment:
Share

Thursday, September 5, 2013
নিজের ওয়েবসাইটে ও ব্লগের সর্বোচ্ছ ভিজিটর বাড়ানোর চরম এবং গরম দশটি টিপস।
সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজ আপনাদের জন্য ভিন্ন এক টিউন নিয়ে এসেছি। ওয়েব সাইট বানিয়ে বসে রয়েছেন ভিজিটর নাই ইনকাম ও নাই শুধু শুধু চিন্তা করেন যে টাকা খরচ করে সাইট বানিয়েছি অথছ কোন ভিজিটরও নাই ইনকাম নাই আবার অনেকে কস্ট করে ব্লগ সাইট বানিয়েও ভিজিটর পাচ্ছেন না যাই হোক আমার মনে হয় কয়েকটি নিয়ম মেনে সাইটে কাজ করলে এমনিতে ভিজিটর পাবেন আর তখনি ইনকাম ও শুরু হবে। আমার মনে হয় এই কয়েকটি টিপস আপনাদের কাজে ও লাগতে পারে।
fffhgf
১| ডোমেনের নাম : ডোমেনের নাম একটা বড় ফেক্টর কারন একটা সহজ নাম কে মানুষ সব মনে রাখে বা মনে চলে আসে ধরুন আপনি online earning money উপর একটা সাইট বানবেন তাহলে এই নামের সাথে মিল রেখে একটা নাম রাখবেন যাতে মানুষের বুঝতে সুবিধা হয় ধরুন আমি একটা নাম দিলাম online earning money সাথে মিল রেখে onlineearning.com তাহলে কিন্তু মানুষ সহজে মনে রাখতে পারবে।

২| নিয়মিত পোস্ট : আপনি সাইট বানিয়ে কয়েকটি পোস্ট দিয়ে ফেলে রেখেছেন মনে করছেন এমনিতেই ভিজিটর আসবে তাহলে আপনার এই ধারনা ভুল! কারন আপনার সাইটে যদি আপনি সব সময় নতুন পোস্ট আপডেট করেন তাহলে ভিজিটর ক্রমান্বয়ে বাড়তে থাকবে কারন মানুষ সব সময় নতুন জিনিস ওয়েব সাইটে দেখতে চায় এইটা করলে আপনি দরাবাদা ভিজিটর পেয়ে যাবেন যারা নতুন পোস্টের আশায় বসে থাকে।

৩| প্রচারনা চালানো : সাইট বানিয়েছেন প্রচারনা চালাবেননা তাহলে হবে। আপনি সাইট বানিয়েছেন এটা অনলাইনে অপলাইনে শুধু প্রচার করবেন। কারন প্রচারেই প্রসার।

৪| রিপ্লাই এন্ড কমেন্টস : আপনার সাইটে রিপ্লাই কমেন্সের ব্যাবস্থা রাখবেন যাতে মানুষ বিভিন্ন পোস্টের উপর তার মতামত রাখতে পারেন। আর কমেন্টস বক্স এড করেই বসে থাকবেন না।প্রতিটি কমেন্টসেরি রিপ্লাই করবেন। তাহলে ভিজিটররা একটা ভালো ধারনা নিয়ে আপনার সাইটে সব সময় ভিজিট করবে।

৫| বিভিন্ন পোস্টে ক্লিয়ার ইমেজ এন্ড ভিডিও রাখা : আপনার প্রতিটি পোস্টে ক্লিয়ার ইমেজ দেয়ার চেস্টা করবেন তাহলে আপনার পোস্টটি সম্পর্কে ভালো ধারনা থাকবে। আর যদি পারেন পোস্ট রিলেটেড ভিডিও টিউটোরিয়াল দেয়ার চেস্টা করবেন।

৬| জনপ্রিয় পোস্ট গুলো লেখা : যে বিষয়ের উপর পোস্ট লেখা সেই বিষয়ের উপর সম সাময়িক জনপ্রিয় টপিকসের উপর পোস্ট লেখা।

৭| জনপ্রিয় টুলস গুলু রাখা : আপনার সাইট সম্পর্কিত জনপ্রিয় টুলস গুলু রাখা যাতে ভিজিটর রা সহজে তা নিতে পারে।

৮| সাইটের ভালো দিক নির্দেশনা : আপনার সাইট বানানোর সময় মনে রাখবেন যাতে সাইটটি দেখতে খুব সুন্দর দেখা যায়। সাইটে ভালো দিক নির্দেশনা দিবেন সাইটে পেইজ নাম্বার যুক্ত করবেন। সাইটের পুরাপুরি ম্যাপ দিয়ে রাখবেন যাতে ভিজিটররা সহজে সাইটের সব কিছু খুজে নিতে পারে। সাইটে রিলেটেড পোস্ট যুক্ত করবেন তাহলে দেখবেন পেইজ ভিউ অনেক বেড়ে যাবে।

৯| নিজের প্রতিযোগি সাইট গুলো দেখা : আপনির বিষয়ের উপর আরো যাদের সাইট আছে তাদের লেখা গুলো পড়বেন তাহলে প্রতিযোগিতার মার্কেটে তাদের সাথে টিকে থাকতে পারবেন কারন তারা কি লেখে সেটার উপর বেইজ করে আপনিও আরো ভালো পোস্ট লিখবেন।

১০| এস ই ও : আর সব শেষে বলবো এস ই ও আর কাজ বেশি বেশি করা এটাই আপনার সব চেয়ে বেশি ভিজিটর নিয়ে আসবে।



তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন…………………………………


Source:টেকটিউনস



Hi,Aah Towfiq Thanks for messaging us. We'll get back to you as soon as we can. Visit:www.facebook.com/Aah.towfiq OR https://www.facebook.com/01798381298call.towfiq.hossin/ http://www.youtube.com/c/Activeinfopluseaip

Comments

©DSPPBTP

Aah towfiq

বারিষাব ইউনিয়নের ইতিহাস

creativecommons

Rakib Mia ( Md.RakibHossain )

Md.TowfiqHossain

Live Tv

ব্লাগারে যেসকল কাজ করলে Add Show করবে