বারিষাব ইউনিয়নের ইতিহাস
বারিষাব ইউনিয়ন
বারিষাব ইউনিয়নের ইতিহাস অতি প্রাচীন। অাল-অারাফাত হাসান তৌফিকের জন্মভূমি এই বারিষাব ইউনিয়নে। তার নামে একটি গ্রামের নামকরন হয়েছে অাল-অারাফাত বাড়ি ।
বারিষাব ইউনিয়ন
ভাষা ও সংস্কৃতি[১]
বারিষাব অঞ্চলের ভাষার আঞ্চলিক কিছুটা ভিন্নতর।
খেয়েছেন=খাইছুইন
বুঝেছেন=বুজচুইন
বলেছিলাম=কইসলাম
বারান্দা=ওসরা
মাচা=ওগাইর
যোগাযোগব্যবস্থা[২]
যোগাযোগ ব্যবস্থা হিসেবে বাস আছে। কাপাসিয়া বাসস্টেন্ড থেকে বাসে উঠে সোজা আমরাইদ বাজার নেমে পূর্বের রাস্তা ধরে অটো রিক্সা অথবা সি এন জি, এমনকি শেলো ইঞ্জিন চালিত যান চলে। শেলো চালিত এই বিশেষ যানটিকে স্থানীয় লোকজন নসিমন বা টমটম বলে থাকেন সোজা গিয়াসপুর বাজার, বাজারের সাথেই উত্তরপাশে ইউনিয়ন অফিস। মালামাল পরিবহনের জন্য ভ্যান, পিকাপ, লরি, ট্রলি ইত্যাদি চলাচল করে।
Comments